শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপানে সিরিঞ্জ সংকটে করোনার টিকাদান কর্মসূচি ব্যাহত

দেবদুলাল মুন্না: [২] সিরিঞ্জ উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। এতে করে দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে। প্রায় ১৩ কোটি মানুষের দেশ জাপান। গত মাসে সরকার ১৪ কোটি ৪০ লাখ করোনা টিকা পাওয়ার জন্য মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে চুক্তি করে। আগামী কাল বুধবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা। তবে জাপান টাইমসে বলা হয়, সীমিত পরিসরে টিকা দেওয়া শুরু হতে পারে।

[৩] তবে গার্ডিয়ান ও রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, সিরিঞ্জ সংকট দেখা দেওয়ায় জাপানের লাখ লাখ ডোজ করোনা টিকা নষ্ট হয়ে যেতে পারে। বিষয়টি নিয়ে দেশটির কর্তৃপক্ষও বেশ উদ্বিগ্ন।

[৪] রয়টার্স জানায়, ফাইজার বলেছে, একটি শিশিতে ছয়টি শট থাকে। তবে এক্ষেত্রে বিশেষ সিরিঞ্জ প্রয়োজন হয়; যা ছয়টি ডোজ নেওয়ার জন্য একটি ইনজেকশনের মাধ্যমে দিতে পারে। কিন্তু দেশটির সরকার টিকাদান শুরুর জন্য যেসব ইনজেকশন সংরক্ষণ করেছে সেগুলো দিয়ে পাঁচটি শট দেওয়া যায়। বিপত্তিটা শুরু হয়েছে এখানেই।

[৫] টিকাদান শুরুর ব্যাপারে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাতসুনোবো কাতো বলেছেন বিশেষ এই সিরিঞ্জ যোগাড় করার চেষ্টা করছি আমরা।

[৬] তবে প্রতিটি শিশি থেকে ছয় ডোজ টিকা দেওয়ার শর্তে জাপান ১৪ কোটি ৪০ লাখ টিকা পাওয়ার চুক্তি করেছিল কিনা এ নিয়ে ফাইজার কর্তৃপক্ষ ও জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। জাপানকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসার জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়