শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনপ্রত্যাশা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশন, বলছেন বিশ্লেষকরা

ভূঁইয়া আশিক রহমান:  [২] তারা বলেন, রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে না চাইলে কমিশন শক্তিশালী হলেও ভালো নির্বাচন করা যাবে না।

[৩] সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, নতুন কমিশন গঠন করতে হবে সৎ ও ব্যক্তিত্বসম্পন্ন লোক দ্বারা। কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সরকারের সমর্থন লাগবে।

[৪] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মূল স্টেকহোল্ডার রাজনৈতিক দল। তারা যদি সুসংগঠিত ও শক্তিশালী না হয় এবং পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতা করার জন্য সমান সামর্থ্যবান না হয়, নির্বাচন কমিশন ভালো নির্বাচন দিতে পারবে না।

[৫] ক্ষমতাসীন ও প্রধান বিরোধীদল ভালো নির্বাচনের সদিচ্ছা প্রকাশ করতে হবে, তাদের নেতাকর্মীরা গণতান্ত্রিক আচরণ করলেই সুষ্ঠু নির্বাচন হবে।

[৬] সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষপাত, অযোগ্যতা-অদক্ষতার কারণে নির্বাচন ব্যবস্থা ধ্বংস প্রায়। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছেÑ করদাতাদের অর্থ তারা প্রশিক্ষণের নামে ভাগাভাগি করে নিয়েছে। অতীতে কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠেনি।

[৭] সঠিক ব্যক্তিদের নিয়োগ দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে যেন আমরা ধ্বংসের প্রান্ত থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়