শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনপ্রত্যাশা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশন, বলছেন বিশ্লেষকরা

ভূঁইয়া আশিক রহমান:  [২] তারা বলেন, রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে না চাইলে কমিশন শক্তিশালী হলেও ভালো নির্বাচন করা যাবে না।

[৩] সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, নতুন কমিশন গঠন করতে হবে সৎ ও ব্যক্তিত্বসম্পন্ন লোক দ্বারা। কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সরকারের সমর্থন লাগবে।

[৪] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মূল স্টেকহোল্ডার রাজনৈতিক দল। তারা যদি সুসংগঠিত ও শক্তিশালী না হয় এবং পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতা করার জন্য সমান সামর্থ্যবান না হয়, নির্বাচন কমিশন ভালো নির্বাচন দিতে পারবে না।

[৫] ক্ষমতাসীন ও প্রধান বিরোধীদল ভালো নির্বাচনের সদিচ্ছা প্রকাশ করতে হবে, তাদের নেতাকর্মীরা গণতান্ত্রিক আচরণ করলেই সুষ্ঠু নির্বাচন হবে।

[৬] সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষপাত, অযোগ্যতা-অদক্ষতার কারণে নির্বাচন ব্যবস্থা ধ্বংস প্রায়। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছেÑ করদাতাদের অর্থ তারা প্রশিক্ষণের নামে ভাগাভাগি করে নিয়েছে। অতীতে কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠেনি।

[৭] সঠিক ব্যক্তিদের নিয়োগ দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে যেন আমরা ধ্বংসের প্রান্ত থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়