শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্দুক আইন বদলের কথা জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: অ্যামেরিকায় বন্দুক আইন বদলের কথা জানালেন জো বাইডেন। কংগ্রেসে বিল আনা হবে বলে জানিয়েছেন স্পিকার।

অ্যামেরিকার বন্দুক আইন বদলের আর্জি জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার ছিল ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে বন্দুকধারীর হামলার তিন বছর পূর্তি। সেই দিনটিকে স্মরণ করেই রোববার বাইডেন বলেন, কংগ্রেসের কাছে অনুরোধ, বন্দুক আইন সংশোধনের বিল নিয়ে আসা হোক পার্লামেন্টে।

বাইডেন এদিন দাবি করেছেন, তাঁর সরকার পরবর্তী মাস শুটিংয়ের জন্য অপেক্ষা করবে না। যত দ্রুত সম্ভব বন্দুক আইন বদলের চেষ্টা করবে। অ্যামেরিকার নিয়ম অনুযায়ী, আইন বদল করতে হলে প্রথমে তা কংগ্রেসে আনতে হবে। সেখানে বিল পাশ হলে তা যাবে সেনেটে। সেনেট সেই বিলকে ছাড়পত্র দিলে তবেই প্রেসিডেন্ট সই করে বিলকে আইন বানাতে পারেন। পার্কল্যান্ডের স্কুলে বন্দুকধারী হামলা চালানোর পর ডেমোক্র্যাট অধ্যুষিত মার্কিন কংগ্রেস বন্দুক আইন সংশোধনের একটি বিল এনেছিল। কিন্তু রিপাবলিকান অধ্যুষিত সেনেট সেই বিল পাশ হতে দেয়নি। ফলে তখন বন্দুক আইন পরিবর্তন করা সম্ভব হয়নি। এদিন বাইডেনের বক্তব্যের পরে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যানসি পালোসি বলেছেন, ফের কংগ্রেসে বন্দুক আইন বদলের বিল আনা হবে।

বাইডেনের বক্তব্য, যে প্রক্রিয়ায় এখন অ্যামেরিকায় যেভাবে বন্দুক কেনা যায়, সেই প্রক্রিয়ায় বদল দরকার। যিনি বন্দুক কিনছেন, তাঁর বিষয়ে সমস্ত তথ্য থাকতে হবে পুলিশের কাছে। পুলিশ ছাড়পত্র দিলে তবেই বন্দুক কেনা যাবে। বন্দুকের ম্যাগাজিনের মাপ বড় হবে না। উচ্চক্ষমতা সম্পন্ন বন্দুক খোলা বাজারে বিক্রি করা যাবে না। ওই ধরনের বন্দুক নিয়ে বন্দুকধারী যদি হামলা চালায়, তাহলে বিক্রেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বাইডেন এদিন বলেছেন, নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নাগরিক এবং কমিউনিটি বা গোষ্ঠী যাতে নিরাপদে থাকে, তা দেখার দায়িত্ব সরকারের। সে কারণেই বন্দুক আইন বদল হওয়া দরকার।

তিন বছর আগে ভ্যালেন্টাইনস ডে-তে ফ্লোরিডার স্কুলে হামলা চালিয়েছিল ১৯ বছরের নিকোলাস ক্রুজ। ১৪ জন ছাত্রছাত্রী এবং তিনজন শিক্ষাকর্মীর মৃত্যু হয়েছিল ওই ঘটনায়। নিকোলাসের এখনো বিচার চলছে। পুলিশ আদালতকে জানিয়েছে, ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল। তা সত্ত্বেও ওই ব্যক্তি কী ভাবে বন্দুক কিনেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  -ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়