শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূ-গর্ভস্থ থেকে উত্তোলনের প্রায় ২ বছর পরও পানির স্তর নিচে নামেনি: তাকসিম এ খান

শরীফ শাওন: [২] সাভারের তেতুলঝরা-ভাকুর্তা এলাকায় নির্মিত ওয়েলফিল্ড প্রকল্প থেকে শোধনের লক্ষে প্রতিদিন ১৫ হাজার কোটি লিটার পানি উত্তোলন করা হয়। এখানে পানির এমন একটি যোগান রয়েছে (এক্যুইফায়ার) যা উত্তোলন করলেও দ্রুত সময়ে পূরণ হয়ে যায়। বাস্তবে দুই বছর পানি উত্তোলন ও মনিটরিংয়ে এর সত্যতা পাওয়া গেছে, বলেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

[৩] ওয়াসা এমডি বলেন, ঢাকায় বিশেষ করে মিরপুরে ভূ-গর্ভস্থ পানি উত্তোলনে প্রতিবছর পানির স্তর প্রায় ৩ মিটার নেমে যাচ্ছিলো। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমস্যাটি কমানো সম্ভব হয়েছে।

[৪] তাকসিম বলেন, পানি উত্তোলনের এক ঘন্টা পর তা রিচার্য হয়ে যায়। ফলে স্থানীয়দের পানি না পাওয়ার কারণ নেই। এছাড়াও তারা যে সময় পানি উত্তোলন করে আমরা তখন কাজ বন্ধ রাখি। তাদের জন্য ১০০ এর অধিক নলকুপ গভিরে দেওয়া হয়েছে এবং নেটওয়ার্ক করার ব্যবস্থাও করা হয়েছে।

[৫] স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মিনি ট্রিটমেন্ট সেন্টার করে গ্রামেও সরবরাহ করা হবে। বর্ষাকালে পানি আসায় মাটির নিচে পানির স্তর রিচার্জ হয়। গ্রামে অভাব না থাকলেও শহরে বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ একটা চেলেঞ্জ। প্রতি স্কয়ার মাইলে দেশে জনসংখ্যার ঘনত্ব ১৩০০ এর নিচে, তবে ঢাকার কোথাও কোথাও তা ৪৯ হাজার। ফলে বিভিন্ন জায়গা থেকে পানির সোর্সিং করা হচ্ছে।

[৬] তিনি বলেন, যে গবেষনার ভিত্তিতে প্রকল্পটি করা হয়েছে, সেখানে বলা হয়েছিলো এটি ‘আনলিমিটেড সোর্স অব ওয়াটার’। দুই বছরের ডাটা দেখে বলতে পারি এটি কার্যকর এবং সার্থক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়