ইসমাঈল ইমু: [২] কোভিড সংক্রামন মোকাবেলায় সব পুলিশ সদস্যকে টিকা নেয়ার নিদের্শের পাশাপাশি সবাইকে টিকা নিতে বলেছেন প্রধানমন্ত্রী, রাজারবাগে করোনা টিকস নিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
[৩] এ সময় করোনা ভ্যাক্সিন নেন আইজিপিসহ অনেকেই। মন্ত্রী বলেন, প্রথমে পুলিশ সদস্যদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল, আতঙ্কও বেড়ে গিয়েছিলো। লকডাউনের সময় ফ্রন্ট লাইনার পুলিশ সদস্যদের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও রাজারবাগ পুলিশ হাসপাতাল দক্ষতার সাথে তা নিয়ন্ত্রণ করেছে। এই হাসপাতালকে প্রথম শ্রেণীর হাসপাতালে রূপান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে।
[৪] রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশ ছাড়াও প্রতিদিন ৩শ জনকে করোনা ভ্যাক্সিন দেয়া হচ্ছে। ১৮ টি বুথ স্থাপন করা হয়েছে।