শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আগে কাগজে মার্কায় সিল মারতাম, আর মার্কা এখন মেশিনে ঢুকে পড়েছে’

নিউজ ডেস্ক : শান্তি রাণী জীবনে অনেকবার ভোট দিয়েছেন ব্যালট পেপারে। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে পছন্দের প্রার্থীকে বোতাম টিপে ভোট দিতে পেরে খুবই খুশি। তিনি বলেন, ‘জীবনে প্রথম ম্যাশিনে (ইভিএম) ভোট দিইলাম। সরকারি লোকেরা প্রথমে আঙুলের ছাপ নিইলো। তারপরে গোপন ঘরে গিয়ে বুতাম টিপলাম। সবুজ আলো জ্বলে উঠলো, অমনি ভোট হয়ে গেল। ভোট দিতি কোনো ঝামেলা নেই। একদম সহজ।’ একই কেন্দ্রের আরেক ভোটার শফিকুল ইসলাম (৫৫) বলেন, দেশ অনেক আগাইছে। আগে কাগজে মার্কায় সিল মারতাম। আর মার্কা এখন মেশিনে ঢুকে পড়েছে। এত সহজ আর হয় না।

যশোরের চৌগাছা পৌরসভা নির্বাচনে রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ইভিএম পদ্ধতিতে। ভোটগ্রহণ চলেছে ৯টি ওয়ার্ডের ১০ কেন্দ্রের ৫৮টি বুথে। এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৭ হাজার ২৪৮। নৌকা মার্কায় চৌগাছা পৌরসভার নূর উদ্দীন আল মামুন হিমেল ছয় হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জনগণের ভালবাসায় দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলেন নূর উদ্দীন আল মামুন হিমেল।

প্রকাশিত বেসরকারি ফলাফলে জানা যায়, চৌগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১ হাজার ৬৩৫ ভোট পড়েছে। এর মধ্যে ২৫টি ভোট বাতিল হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নূর উদ্দীন আল মামুন হিমেল ৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল আহমেদ দুই হাজার ৯৭৬ ভোট পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়