শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেউ পায়নি হাজার ভোট, আ’লীগ প্রার্থী ১৫হাজারের বেশি ভোট পেয়ে জয়ী

এএইচ রাফি: [২]জেলার আখাউড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল ছাড়া কোন মেয়র প্রার্থী এক হাজার ভোট পাড় হতে পারেননি। ফলে টানা ৩য় বারের মতো মেয়র হিসেবে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন তাকজিল খলিফা কাজল। রোববার রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান।

[৩] নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা তার নৌকা প্রতীকে ১৫হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু পেয়েছেন ৭৭৮ ভোট। ছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুল হক ভূইয়া নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫৯৫ ভোট ও শফিকুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২১১ ভোট।

[৪] এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসনে ১,২ ও ৩ নং ওয়ার্ডে নারগিস আক্তার, ৪,৫ ও ৬ ওয়ার্ডে মিলি আক্তার, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে রেখা খানম জয়ী হয়েছেন।

[৫] সাধারণ কাউন্সিলর পদে জয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে স্বপন মিয়া, ২নং ওয়ার্ডে তাকবির খাদেম, ৩নং ওয়ার্ডে এনাম খাদেম, ৪নং ওয়ার্ডে ইমরান, ৫নং ওয়ার্ডে শিপন হায়দার, ৬নং ওয়ার্ডে সুজন মিয়া, ৭নং ওয়ার্ডে শেখ ঈসান ৮নং ওয়ার্ডে বাবুল সর্দার ও ৯নং ওয়ার্ডে বাহার মিয়া।

[৬] এই পৌরসভায় ইভিএমে মোট ১৬ হাজার ৭৩৩জন ভোটার ভোট প্রয়োগ করে। এর মধ্য ৮টি ভোট বাতিল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়