শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫২ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন বর্জন করেছে স্বতন্ত্র প্রার্থী, বিক্ষোভ মিছিল

তৌহিদুর রহমান : [২] রোববার দুপুরে ভোট কারচুপির অভিযোগ এনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

[৩] পরে তার কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে অপর এক কাউন্সিলর প্রার্থীর কর্মী সর্থকরা। এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন ভাবে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ করেন।

[৪] প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচনের এবারই প্রথম এখানে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। আখাউড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে ২৮ হাজার ৯শ ৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩০ জন ও নারী ভোটার ১৪ হাজার ৬৭৫ জন।

[৫] পৌর সভায় মোট ১১টি ভোটকেন্দ্রে ১১ জন প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ৮২ জন সহকারী প্রিজাইডং অফিসার এবং ১৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

[৬] এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়