শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ দেখে উটপাখির মিছিল হয়ে গেল নৌকার

ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান আনসারীকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। শনিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান আনসারী তার সমর্থকদের নিয়ে পৌর এলাকার পাইকপাড়ায় উটপাখি প্রতীকের বিশাল মিছিল বের করেন। মিছিল শুরুর পর পরই সদর মডেল থানার পুলিশ বাধা দেয়। এ সময় কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান আওয়ামী লীগের মেয়রের প্রতীক নৌকা মার্কার স্লোগান শুরু করেন। তার সঙ্গে সবাই উটপাখি বাদ দিয়ে ‘নৌকা নৌকা’ স্লোগান শুরু করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে আচরণবিধি ভঙ্গ করায় প্রার্থী মিজানুর রহমান আনসারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, বিনা অনুমতিতে মিছিল করায় নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সূত্র- পিপিবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়