শিরোনাম

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগুনঝরা ফাগুনের প্রথম দিন আজ, বসন্তের শুরু

আসিফুজ্জামান পৃথিল: [২] এই মাসে বাঙালির দ্রোহ, প্রেম আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে যায়।

[৩] আদিকালে গঙ্গার পুরোনো খাতের পাশের জলার মাঝে থাকা শুকনো জায়গাটায় যেদিন জনবসতি স্থাপিত হলো, সেদিন অধিবাসীরা ঢাক তথা পলাশ গাছে ছাওয়া জায়গাটির নাম রেখেছিলো ঢাকা। আজকের আধুনিক মহানগরীটিতে প্রতিবছর রক্তিম পলাশভর্তি গাছগুলো নাগরিক ব্যস্ততায় টিকে থাকার লড়াইয়ের সময় মনে করিয়ে দেয় বসন্ত এসে এগেছে।

[৪] বাঙালির জীবনে বসন্ত চিরকাল প্রেমভাব জাগ্রত করেছে। দখিনা বাতাস তার মনে লাগিয়েছে দোলা সেই আদিকাল থেকে। কিন্তু এই বসন্তেই বাঙালি প্রয়োজনে অগ্নিমূর্তি ধারণ করেছে। পঞ্জিকার বদলে আবারও এক সন ধরে ১৪ ফেব্রুয়ারি ফিরে আসছে ফাল্গুন। যে দিনটি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস পালন হয়। কেউ একজন একবার বলেছিলেন, সারা বিশ্বের ভালোবাসার দিন আছে একটা আর বাঙালির জন্য আছে দুটো মাস, পুরো কাল।

[৫] ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ছাত্রমিছিলে গুলী চালায় স্বৈরাচারী এরশাদ সরকারের পুলিশ। নিহত হন জাফর, জয়নাল, দিপালী সাহা, কাঞ্চনসহ আরও অনেকে। ১৯৭১ সালে এই বসন্তেই শুরু হয়েছিলো পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন। ১৯৫২ সালের ফাল্গুনেই রচিত হয়েঠিলো ভাষা আন্দোলনের অমর ইতিহাস।

[৬] বাঙালির কাছে বসন্ত শুধু একটা ঋতু নয়, হৃদয় নিংড়ানো আবেগের নাম। যে আবেগে প্রেম আর দ্রোহ মিলেমিশে যায়। যে বসন্তের সন্ধ্যায় প্রেয়সীর চোখে নিজের সর্বনাশ দেখার অপেক্ষায় থাকে বাঙালি পুরুষ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়