সালেহ্ বিপ্লব: [২] শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি থেকে মিছিলটি বের হয়, শেষ হয় বনানী গিয়ে।
[৩] মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির নেতা তারিকুল ইসলাম তেনজিং, গোলাম কিবরিয়া ও ফারুক আহমেদ।
[৪] বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
[৫] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে সমাবেশ ডাকা হয়েছিলো। দুপুর বারোটার দিকে সমাবেশে হামলা চালায় পুলিশ। নেতাকর্মীরা রুখে দাঁড়ালে দুপক্ষের সংঘর্ষ বাধে। এসময় শতাধিক নেতাকর্মী আহত হয়, ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।