শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকা রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তি, এসএমএস না পাওয়ার অভিযোগ

শাহীন খন্দকার: [২] রাজধানীর হাসপাতাল গুলোতে এমন চিত্রই দেখা গিয়েছে। শনিবার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে কথা হয় অবসরপ্রাপ্ত সচিব আশরাফ হোসেন’র সঙ্গে তিনি টিকা নিতে এসেছিলেন। কিন্তু টিকা নিতে তাকে সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে পাঁচতলায়। ওঠার পরই শ্বাসকষ্ট শুরু হয়। ঘেমেও যান তিনি। হৃদরোগ ইন্সটিটিউটে টিকা নিতে আসা বয়স্কদের প্রত্যেককেই এ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

[৩] আশরাফ হোসেন জানালেন, আসার পর নিচতলায় শুনলাম, টিকা দেওয়া হচ্ছে পাঁচতলায়। লিফট নেই। ইন্ডিকেটর রয়েছে নিচে। কিন্তু মাঝে আবার নেই। কোথায় যেতে হবে সে নির্দেশনাও নেই। অনেককে জিজ্ঞেস করে টিকা দেওয়ার জায়গাটি খুঁজে পেয়েছি।

[৪] গত পাঁচ দিনে দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর। তবে কিছু অব্যবস্থাপনা যে রয়ে গেছে তা অস্বীকার করেননি সংশ্লিষ্টরা।

[৫] এদিকে কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন নিয়ে ভোগান্তির, রেজিস্ট্রেশনের পর এসএমএস না পাওয়া, অভিযোগ করলেন, অনেকেই। শেখের টেক থেকে আগত শিপ্রা জানান অনলাইনে বারবার চেষ্টা করেও রেজিস্ট্রেশন করতে না পেরে, কেন্দ্রে এসেও করতে পারেননি। এদিকে হৃদরোগ ইনিস্ট্রিটিউটে করোনার টিকা নিতে আসা বয়স্কদের পাঁচতলায় উঠতে হচ্ছে-এমন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।

[৬] আশরাফ হোসেন বলেন, আমার মতো যারা বয়স্ক, তাদের তো হৃদরোগের জটিলতা থাকতে পারে। তাই চেয়েছিলাম, এই হাসপাতালে এসেই টিকা নেব। কিন্তু এসে ধাক্কা খেলাম। হৃদরোগ ইন্সটিটিউটের মতো প্রতিষ্ঠানের পাঁচতলায় উঠতে হলো লিফট ছাড়া। এটা কত বড় দায়িত্বজ্ঞানহীনতা তা বলার অপেক্ষা থাকে না।

[৭] হাসপাতালে এসেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, আমার ৮৮ বছর বয়সী মাকে এখানে আনারই সাহস পেলাম না। তাকে নিয়ে পাঁচতলায় উঠবো কী করে!

[৮] এ সমস্যার বিষয়ে জানতে চাইলে ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে চলমান এ সমস্যার সমাধান হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়