শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০০ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ডেস্ক নিউজ: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতাই চন্দ্র সাহা (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

তিনি ভৈরব বাজার ডাইলপট্টি এলাকার নিদান চন্দ্র সাহার ছেলে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে শহরের মেঘনাপাড় রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মো. শাহিন।

পুলিশ জানায়, আজ শনিবার সকালে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা ঘুম থেকে উঠে ভৈরবের নদীর পাড় এলাকায় হাঁটতে যান।

সকাল পৌনে ৭টার দিকে রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে আটক করে তার মোবাইলটি নেওয়ার চেষ্টা করে।

এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার পায়ের উরুতে ছুরিকাঘাত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নিতাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোকিত ইসলাম জানান, এখানে আনার আগেই তার মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণে।

নিহতের একমাত্র ছেলে রাজীব সাহা জানান, তার বাবা প্রতিদিনের মত আজ সকালে ঘুম থেকে উঠে প্রাতর্ভ্রমণে যান। ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে জানতে পেরে থানায় আসেন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে। সূত্র: দেশ রুপান্তর অনলাইন, বাংলা নিউজ ২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়