শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল ম্যান্ডারিন হাঁস: ১১৯ বছর পর দেখা

ডেস্ক রিপোর্ট: ভারতের আসামে ১১৯ বছর পরে দেখা পাওয়া গেল বিরল ম্যান্ডারিন হাঁসের। বর্তমানে এই হাঁসের সংখ্যা মাত্র ২০০টি। এই হাঁস সাধারণত ভারতে যায় না। ফলে এর দেখা পাওয়া বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছর উজানি আসামের তিনসুকিয়ায় বাঘজানে গ্যাস ক‚পে বিস্ফোরণ ঘটায় আশপাশের বাস্তুতন্ত্র-জলভ‚মিতে মারাত্মক প্রভাব পড়েছিল। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে যায় আশপাশের সব উদ্ভিদ। প্রচুর তেল ও বর্জ্য মিশেছিল আশপাশের বিল ও জলাভ‚মিতে। অদূরেই ছিল ডিব্রæ-শইখোয়া জাতীয় উদ্যান ও পাখিদের পছন্দের চারণভ‚মি মাগুরি-মতাপুং বিল। তেলে, আগুনে, গ্যাসে বিলের প্রচুর মাছ মারা যায়। জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি হয়েছিল।

কিছুদিন আগে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার সদস্যেরা বিরল প্রজাতির সাদা ডানার উড ডাকের বসতির সন্ধানে উজানি আসাম থেকে অরুণাচল পর্যন্ত সমীক্ষায় নেমেছিলেন। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে একটি মাগুরি বিলে ভাসছে একটি ম্যান্ডারিন ডাক। একটি স্পট বিলড ডাকের সঙ্গে তাকে দেখা যায়। সমীক্ষা দলের নেতৃত্বে থাকা আফতাব আহমেদ জানান, ১৯০২ সালে শেষ এই হাঁসের দেখা মিলেছিল রাজ্যে। ম্যান্ডারিন ডাক ভারতে আসে না। কখনও ভুল করে আকাশে দলছুট হয়ে কেউ কেউ অন্য হাঁসেদের দলের সঙ্গে ভিড়ে ভারতে ঢুকে পড়ে। এ বারেও তেমনই এক দল হাসি ফোটালো ভারতের পাখিপ্রেমীদের মুখে। সূত্র : দ্য হিন্দু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়