শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লবণভর্তি কাভার্ডভ্যান থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

সুজন কৈরী : নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে লবণভর্তি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১১। আটক করা হয়েছে সুমন (২৬) এবং সেলিম (৫০) নামের দুই ইয়াবা পাচারকারীকে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও ওই দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ইয়াবা পাচার হওয়ার তথ্যে আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তায় চেকপোষ্ট স্থাপন করে ব্যাটালিয়নের একটি দল। বিভিন্ন যানবাহনে তল্লাশির এক পর্যায়ে টেকনাফ থেকে ঢাকাগামী একটি লবণ বোঝাই কাভার্ডভ্যান থামিয়ে ওই দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাড়ির বডির টিন কেটে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছে। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

 

আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, আটক সুমন নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার আবতাবের ছেলে এবং সেলিম মুসলিমনগর তামুকপট্টি এলাকার মৃত আলী আকবরের ছেলে। তারা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে কাভার্ডভ্যানযোগে পণ্য পরিবহণের আড়ালে ইয়াবা পাচার করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়