শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিক্রির জন্য সরকারের কাছে ১০ লাখ টিকা চেয়েছে বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশন, ব্যবস্থা করছি: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] সরকারের কিনে আনা ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, তারা সরকার থেকে কিনে নেবে, আমরা ব্যবস্থা করছি। আমরা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েছি। তবে সেটা খুব বেশি হবে না, অল্প দেব। আর তাতে আমাদের ওপরও চাপ কমবে। কিছু মানুষ বেসরকারি হাসপাতালে যাবে, তবে যাদের ভালো হাসপাতাল আছে শুধু তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। তবে সেসব হাসপাতাল সরকার অনুমোদন করে দেবে, শুধু তারাই করোনার টিকা দিতে পারবে।

[৩] স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের তো কোটি কোটি ভ্যাকসিন দিতে হবে। এক্ষেত্রে দশ লাখ তো কিছুই না। তবে বেসরকারিভাবে দেওয়া হলেও এখনও তার মূল্য নির্ধারণ করা হয়নি। শুধুমাত্র মানসম্পন্ন প্রাইভেট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শুধু এই ভ্যাকসিন পাবে।

[৪] এর আগে গত১০ ফেব্রুয়ারি বিক্রির জন্য সরকারের কাছে ১০ লাখ টিকা চেয়েছে বলে জানান, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

[৫] সংগঠনের সভাপতি এম এ মুবিন খান বলেন, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, চিকিৎসা সেবা দেওয়াসহ সবক্ষেত্রেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেবা দিচ্ছে। তবুও টিকা দেওয়ার ক্ষেত্রে কেন সম্পৃক্ত করা হচ্ছে না সে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, বেসরকারি হাসপাতাল ছাড়া এক সরকারের হাসপাতালের পক্ষে এই বৃহত্তর জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে এসব ভ্যাকসিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়