শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীদের প্রাণ বাঁচাচ্ছে আর্থরাইটিসের ওষুধ টকিলিজুমাবৎ

আসিফুজ্জামান পৃথিল: [৩] যুক্তরাজ্যের বেশ কিছু হাসপাতাল এটি ব্যবহার শুরু করে দিয়েছে। এই ওষুধ ব্যবহার করে সুস্থ হওয়ার সময়সীমাও কমে আসে। এ ছাড়াও এটি ব্যবহারে অনেক রোগী ইনটেনসিভ কেয়ারে যাওয়া থেকে বেঁচে যাচ্ছেন। বিবিসি

[৪] গতবছর চেস্টারফিল্ড রয়েল হাসপাতালে এই চিকিৎসা নেন ৬২ বছর বয়সী ওয়েন্ডি কোলমান। তিনি বলেন, ‘আমি নিশ্বাস নিতে পারছিলাম না। আমাকে ইনটেনসিভ কেয়ারে নেওয়া হচ্ছিলো। এরপর আমাকে টকিলিজুমাব দেওয়া হলো। এরপরেই আমার অবস্থা স্থিতিশীল হয়ে আসে। আমি এটা না নিলে কি হতো ভাবতেই ভয় পাচ্ছি।’

[৫] গবেষকদের মতে, কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অর্ধেক রোগীই এই ওষুধ থেকে ফায়দা পেতে পারেন। ৪ হাজার স্বেচ্ছাসেবীর উপর এই নিয়ে গবেষণা চালানো হয়েছে। এদের এই ওষুধটার সঙ্গে জীবনরক্ষাকারী স্টেরয়েড ডেক্সামেথনেস দেওয়া হয়েছিলো।

[৬] যেসব রোগী টকিলিজুমাব পেয়েছে তার ৫৯৬ জন বা ২৯ শতাংশ মারা গেছেন। আর যারা ওষুধটি পাননি তাদের ৬৯৪জন বা ৩৩ শতাংশ মারা গেছেন। আর এই ওষুধ নেওয়াদের ৩৩ শতাংশের ভেন্টিলেশন লেগেছে। আর যারা নেননি তাদের ৩৮ শতাংশের লেগেছে। যারা টকিলিজিমাব নেননি তারাও পরীক্ষিত ডেক্সামেথনেস পেয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়