শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

এসএম শামীম: [২] জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার হয়েছে। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, জেলা ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ একধিক মাদক মামলার আসামী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নয়ন মৃধা ও সাদ্দাম ফকিরকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে থানায় সোপর্দ করে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

[৩] সূত্র মতে, উপজেলার গৈলা ইউনিয়নের নতুনহাট এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। ডিবি’র উপস্থিতি টের পেয়ে উত্তর সেরাল গ্রামের মৃত আব্দুল হক মৃধার ছেলে নয়ন মৃধা (৩৫) দৌড়ে পালানোর সময় তাকে আটক করে দেহ তল্লাশী করে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৪] এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে নয়ন মৃধার বিরুদ্ধে ওই দিন রাতে মামলা দায়ের করেন, নং-৫ (১১.২.২১)। অপরদিকে একই দিন বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের মোক্তারের বাড়ির ব্রিজে অবস্থান করে মাদক বেচাকেনার খবরে সেখানে বিকেলে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ।

[৫] অভিযানে রত্নপুর গ্রামের শাহ আলম ফকিরের ছেলে সাদ্দাম ফকিরকে (২১) আটক করে তার দেহ তল্লাশী করে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই জুয়েল হাওলাদার বাদী হয়ে রাতে পৃথক একটি মামলা দায়ের করেন, নং-৬ (১১.২.২১)। গ্রেফতারকৃত দু’জনকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। সম্পাদনা: আঞ্জুমান আরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়