ডেস্ক রিপোর্ট: বাবার মৃত্যুর কারণে ঢাকায় এসে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি হত্যাচেষ্টার মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন। তিনি বলেন, ‘তিনি দুবাই থেকে আজ সকালে বাংলাদেশে পৌঁছান। তার বাবার মারা যাওয়ার খবর শুনে তিনি ঢাকায় এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পার হওয়ার পরই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে বিমানবন্দরে নামার পরই পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রন হক সিকদারকে গ্রেপ্তার করে।’
সূত্র : ডেইলি স্টার