মাহামুদুল পরশ: [২]বুধবার বিমানবাহী রণতরী আইএনএস বিরাটকে ভেঙে দেওয়ার বিষয়টিতে স্থিতাবস্থা জারি করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে গুজরাট ভিত্তিক জাহাজ ভাঙার প্রতিষ্ঠান, যারা এটি কিনেছে তারা বলছে রণতরীটি পূনঃনির্মাণের জন্য অনেক দেরি হয়ে গেছে। জাহাজটির বর্তমান অবস্থা থেকে পূনঃনির্মাণ প্রায় অসম্ভব। এনডিটিভি,ট্রিবিউন ইন্ডিয়া,টেকনোলোজিকাল ইন্ডিয়া
[৩]গত বছরের জুলাই মাসে রণতরীটি নিলামে তোলা হলে শ্রী রাম গ্রুপ নামের একটি কোম্পানি জাহাজটিকে ৩৮ কোটি ৫৪ লাখ ডলারের বিনিময়ে কিনে নেয়।
[৪] কোম্পানিটির চেয়ারপার্সন মুকেশ পাটেল বলেছেন, এখন পর্যন্ত আদালত থেকে আমরা কোন নোটিশ পাইনি। তবে আইএনএস বিরাটকে পূনঃনির্মাণ এখন প্রায় অসম্ভব। জাহাজ ভাঙার কাজ ইতিমধ্যে ৪০ শতাংশ শেষ হয়ে গেছে। এমনকি জাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো কেটে ফেলা হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী, আসিফুজ্জামান পৃথিল