শিরোনাম
◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন ◈ মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা ◈ শিক্ষার লক্ষ্য চাকরির প্রস্তুতি নয়, সৃজনশীল মানুষ গড়া: দক্ষিণ এশীয় সম্মেলনে ড. ইউনূস ◈ ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, করবেন যেভাবে ◈ বেনাপোল বন্দরে পাসপোর্টধারী যাতায়াত ১,৫২১ জন, আমদানি–রফতানি ৩০০ ট্রাক ◈ ইরানে দেশব‌্যাপী চলমান বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?  

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রাবন্তী-পুত্র অভিমন্যুকে বাদ দিয়ে কার সঙ্গে চোখাচোখি চলছে দামিনীর

বিনোদন ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে টানাপোড়েন। তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কে তিক্ততা চললেও শ্রাবন্তীর ছেলের জীবন এখন প্রেমে ভরে উঠেছে। রাজীব, কৃষ ও রোশনের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কগুলো না টিকলেও ছেলে অভিমন্যুর ব্যক্তিগত জীবন এখন প্রেমের মেঘে আচ্ছন্ন।

মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছে অভিমন্যু। দামিনীকে দেখা মাত্রই মাথায় হাত পড়েছিল নেটিজেনদের। টলিউড থেকে বলিউড, সবার গ্ল্যামারকে ছাপিয়ে যাওয়ার মত সুন্দর দামিনী। স্লিম চেহারা, টানা টানা চোখ, লাশিয়াস লিপস। তার চাবুক ফিগারের জেরে তৈরি হয়েছে এক আলাদা ফ্যান বেস।

অভিমন্যুর সঙ্গে দামিনীর প্রেম অনেকদিনের। তবে সম্প্রতি নিজেদের সম্পর্কের বিষয় খোলসা করেছে অভিমন্যু। দামিনীর সঙ্গে এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস অভিমন্যু। এমনকি শ্রাবন্তীও ছেলের এই সম্পর্ক নিয়ে আনন্দিত। ছেলে অভিমন্যু এবং দামিনীকে একে অপরের সঙ্গে সময় কাটানোর সম্পূর্ণ ছুট তিনি দিয়ে রেখেছেন। কখনো শ্রাবন্তীর বাড়িতে আবার কখনো দামিনীর বাড়িতে একান্তে সময় কাটায় দামিনী এবং অভিমন্যু। অন্ধকার ঘরে কখনো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতায় মজে থাকে আবার কখনো ফাইভ স্টার রেস্তোরাঁয় প্রেমালাপ চলে তাদের।

এবারো অন্ধকার ঘরে দামিনী। তবে সঙ্গে কি অভিমন্যু রয়েছে তা স্পষ্ট নয়। কিন্তু রয়েছে তার পোষ্য হাস্কি কুকুরটি। যাকে অভিমন্যুও ভীষণ ভালোবাসে। বহুতল অ্যাপার্টমেন্টের জানলার ওপারে দেখা যাচ্ছে গোটা কলকাতা শহর। সঙ্গে হাস্কির সঙ্গে চলছে দামিনীর চোখাচোখি। ছবিটি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছে দামিনী। এক দৃষ্টিতে দামিনীর দিকে চেয়ে আছে সে। একটি কালো হার্ট সাইন দিয়ে ছবিটি শেয়ার করতেই লাইকের বন্যা বয়ে গেছে। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়