শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০১ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নালিতাবাড়ীতে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: শেররপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুর নিচে চাপা পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী সীমান্ত এলাকার চেল্লাখালী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা সাতটার দিকে প্রায় ২০ ফুট গভীর থেকে বালু উত্তোলনের সময় গর্তের পাড় ধসে বালুর নিচে চাপা পড়েন রিপন। এ সময়  অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে রাত আটটার দিকে খবর পেয়ে স্থানীয়রা রিপনকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান। এদিকে খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ জানান, প্রায় তিন ঘণ্টা  চেষ্টা  চালিয়ে  রাত পৌনে ১০টার দিকে গর্তের পানি অপসারণ করে শ্রমিক রিপনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, রিপনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়