শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা নেওয়ায় এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ঢাকা। আর সবার থেকে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। আজ বুধবার পর্যন্ত ঢাকা বিভাগের মোট ১৩টি জেলার ৮৮ হাজার ৮৩০ জন টিকা নিয়েছেন। অপরদিকে বরিশাল বিভাগের ছয় জেলার মোট ১৩ হাজার ২৮৪ জন টিকা নিয়েছেন। এনটিভি

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ পর্যন্ত দেশের তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন করোনার টিকা নিয়েছেন, এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন ও নারী ৯১ হাজার ৩৪৩ জন।

বুধবার পর্যন্ত টিকা নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগের ১১ জেলায় টিকা নিয়েছেন মোট ৭৭ হাজার ৯২৫ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগের আট জেলায় টিকা নিয়েছেন মোট ৪০ হাজার ৪৮৪ জন।

রাজধানীর সচিবালয় ক্লিনিকে বুধবার করোনার টিকা নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। ছবি : ফোকাস বাংলা
চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। এ বিভাগের ১০ জেলায় টিকা নিয়েছেন মোট ৩৫ হাজার ৮৯০ জন।

পঞ্চম অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। রংপুরের আট জেলায় টিকা নিয়েছেন মোট ৩২ হাজার ৮৭৬ জন।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেট। সিলেট বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন মোট ৩১ হাজার ৯৮৯ জন।

সপ্তম অবস্থানে রয়েছে ময়মনসিংহ। এ বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন মোট ১৬ হাজার ৪৯১ জন।

অষ্টম ও সর্বশেষ অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। এই বিভাগের ছয় জেলায় টিকা নিয়েছেন মোট ১৩ হাজার ২৮৪ জন।

দেশব্যাপী করোনার টিকা দেওয়ার চতুর্থ দিন বুধবার দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাজার ৭৬০ জন।

এ ছাড়া, ঢাকা মহানগরীর ৪৬টি টিকাদান কেন্দ্রে মোট ১৯ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। যাদের মধ্যে ১২ হাজার ৭৬৬ জন পুরুষ ও ছয় হাজার ৩৪৯ জন নারী রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়