শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গা ভাইকে জড়িয়ে কথা বলা হচ্ছে, যা ঠিক না: সানাই

ডেস্ক রিপোর্ট : ‘আমার সঙ্গে মসিউর রহমান রাঙ্গা ভাইকে জড়িয়ে কথা বলা হচ্ছে, যা মোটই ঠিক না। রাঙ্গা ভাইয়ের সঙ্গে একটা অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল। এরপর তার সঙ্গে আর দেখা হয়নি। এমনকি পরিচয়ও নেই।’

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার নিজের বাগদান সম্পর্কে কথাগুলো বলছিলেন অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা।

সাক্ষাৎকারে সানাই মাহবুব সুপ্রভা বলেন, যার সঙ্গে বাগদান হয়েছে, প্রধানমন্ত্রী তাকে পছন্দ করেন। আমি এভাবে বলতে চাই, যিনি রাজনীতি করছেন এবং মন্ত্রী ছিলেন, তার সঙ্গে প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক তো অবশ্যই থাকবে। আমি আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, আমার জন্ম হয়েছে রংপুর, যার সঙ্গে বাগদান হয়েছে তিনি রংপুরের না। সময় হলে অবশ্যই জানাবো, মানুষটি কে।

তিনি বলেন, আমাদের দুই পরিবারের সমস্যা নেই। একটা বিষয় হলো, তার আগে একটা বিয়ে হয়েছিলো। সেই পরিবারে তার তিন সন্তান আছে। যদিও স্ত্রীর সঙ্গে কয়েক বছর আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। বিয়ে তো দু’জন মানুষের নয়, দু’টো পরিবারেরও বন্ধন। এখন যেহেতু একটা ঝড়ো পরিবেশের মধ্যে আছি, এসব কারণেই পরে বলতে চাই।

এতো সমস্যা, তাহলে বাগদান করলেন কেন, এমন প্রশ্নে সানাই বলেন, কয়েক মাস ধরে আমাকে নিয়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। বিশেষ করে আমার একটি অস্ত্রোপচারের পর এই ঝড় বেড়ে গেছে। সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমনকি বাবা-মাও বকাঝকা করছিলেন, তখন এই মানুষটি আমার হাত শক্ত করে ধরেন। তিনি আমাকে ছেড়ে যাননি। তাই মনে হলো, জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষ আমার চাই। এ কারণে, বয়স-সন্তান-ডিভোর্সের বিষয় আমার মাথায় কাজ করেনি।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে আমাকে ডাকা হয়েছিলো ভিন্ন কারণে। আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, তা সবাই দেখছিলো। আসলে তা সবার জন্য না। যাদের বয়স ১৮ বছরের কম, তারা এগুলো দেখতে পারবে না। ভুলটা বুঝতে পেরেছি। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের কর্তৃপক্ষকে ধন্যবাদ। এ ঘটনার পর বাসা থেকে মা বিয়ের জন্য চাপ দেন। মায়ের মনে ভয় ঢুকে গেছে। কান্নাকাটি করছিলেন। ওই জায়গা থেকে আমি বাগদান করেছি।

সূত্র- পিপিবিডি.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়