শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরশেদ শফিউল হাসান: বন্ধুরা নিজে টিকা নিন, অন্যদেরও অবিলম্বে নিতে উদ্বুদ্ধ করুন

মোরশেদ শফিউল হাসান: দিয়ে নয়, নিয়ে এলাম। একমাত্র নেতিবাচক দিক (সেটাই আগে বলে নিই) দেওয়ার সময় আমি প্রায় টেরই পাইনি। হয়ে গেছে! সেবিকাকে কথাটা জিজ্ঞেস করতে তিনি হেসে বললেন, কেন বুঝতে পারেননি? না, এখন অবধি আমি কোনো ব্যাথা-বেদনা বা শারীরিক অস্বস্তি অনুভব করছি না । কেবল কষ্ট,অনেক কষ্ট ছাড়া। কষ্ট সেইসব স্বজন-বন্ধু-প্রিয়জন-সহ অগণিত মানুষ এবং তাদের ছেড়ে যাওয়া নিকটজনদের জন্য। নিকটজন যারা ভাবছেন, সারা জীবনই ভাববেন, হায়, ভ্যাকসিনটা যদি কটা দিন আগে আসতো  তাহলে হয়তো ..। বন্ধুরা, নিজে টিকা নিন। অন্যদেরও অবিলম্বে নিতে উদ্বুদ্ধ করুন।

হ্যাঁ, টিকা নিলে যে আপনি করোনায় আক্রান্ত হবেন না, এমন শতভাগ গ্যারান্টি আপনাকে কেউ দিচ্ছে না, ঠিকই । কিন্তু টিকা না নিলেও যে আপনার করোনা হবে না, কিংবা তাতে মৃত্যু ঝুঁকি কিছু কম থাকবে, এমন অন্তত একভাগ সম্ভাবনার কথাও কি কেউ আপনাকে বলেছে? বললে, তা কীসের ভিত্তিতে? তাই নিজের জন্য না হলেও, পরিবারপরিজন আর অন্য যারা আপনাকে ভালোবাসেন, তাদের জন্য বা তাদের কথা ভেবে হলেও, টিকাটা নিন । তাদের যেন একথা ভেবে কখনো কষ্ট না পেতে হয়, হায়, কেন যে মানুষটা টিকা নিলো না, আমরাও বা কেন তাকে জোর করলাম না টিকাটা নিলে হয়তো...।

  • সর্বশেষ
  • জনপ্রিয়