আখিরুজ্জামান সোহান: নারায়ণগঞ্জের গণ্ডি ছাড়িয়ে খোদ পশিচমবঙ্গের আম জনতার মুখে মুখে ঘুরছে এই স্লোগান। এমনকী বিয়েবাড়িতে ডিজে-র গানেও ট্রেন্ডিং সেই ‘খেলা হবে’।
এর শুরুটা করেছিলেন বাংলাদেশের আ.লীগ নেতা শামীম ওসমান। কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল এবিপি আনন্দের খবরের বরাতে জানা যায়, সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের এক বক্তব্যে ফের উঠে আসে এই ট্রেন্ডিং শব্দটি। অতীতে ভোটের আগে অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেছে নকুলদানা, গুড় বাতাসা, চড়াম চড়াম ঢাক বাজানোর মতো অভিনব সব দাওয়াই। তবে জনপ্রিয়তার নিরিখে সেসবকে ছাপিয়ে গেছে ‘খেলা হবে’।