শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান

মাহিন সরকার: [২] শঙ্কাই সত্যি হলো। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। স্বাগতিকদের সিরিজ বাঁচিয়ে রাখার ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি। বুধবার ১০ ফেব্রুয়ারি এই খবর নিশ্চিত করেছে দেশের শীর্ষ ক্রিকেট সংস্থা।

[৩] দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাদ পড়ার দুই দিন পর আরেক খেলোয়াড়কে হারালো বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে রান-পাহাড় গড়তে সাদমান ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যদিও দ্বিতীয় ম্যাচে দুই অঙ্কের ঘর পেরুতে পারেননি, মাত্র ৫ রানে আউট হন।

[৪] চতুর্থ দিন ফিল্ডিং করার সময় বেকায়দায় মাটিতে পড়ে চোট পান এই বাঁহাতি ওপেনার। চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে সেরে ওঠার লড়াইয়ে ভালো করছেন সাদমান। কিন্তু দ্বিতীয় ম্যাচে খেলার মতো যথেষ্ট ফিট তাকে দেখছে বিসিবি মেডিক্যাল টিম।

[৫] বিসিবি এক বিবৃতিতে জানায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। প্রথম ম্যাচের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। সুস্থ হওয়ার লড়াইয়ে বেশ অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। তবে খেলার জন্য পুরোপুরি ফিট হওয়ার আগে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবি মেডিক্যাল টিম।

[৬] দলের জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে যাবেন সাদমান। তবে পুনর্বাসনে থাকা অবস্থায় চিকিৎসদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়