জেরিন আহমেদ: বুধবার বেলা ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউ-তে হাজির হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।
জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন খবরটি নিশ্চিত করেছেন। জাগো নিউজ
তিনি জানান, জেমস নিজে উদ্যোগী হয়েেই করোনার টিকা নিয়েছেন। সেইসঙ্গে এই তারকা দেশবাসীকেও মহামারি করোনাকে মোকাবিলা করতে দ্রুত এই টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন।
রবিন বলেন, ‘জেমস ভাই শুরু থেকেই টিকার ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে বাংলাদেশে তখন থেকেই তিনি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।
সেখানকার নার্স সাদিয়া সুমি টিকা পুশ করেন তার ডান বাহুতে।