শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫০ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে ভাবনায় দুই নায়িকা

ইমরুল শাহেদ: রংবাজি দি লাপাঙ্গা নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবির কয়েকটি দৃশ্যে অভিনয় করেছেন ঢাকা-কলকাতার অভিনেত্রী অরিন। কয়েকটি দৃশ্যে কাজ করার কারণ হলো, ছবির নির্মাতা যেসব শর্তে অরিনকে ছবির সঙ্গে যুক্ত করেছেন, সে সব শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন নির্মাতারা।

সেজন্য অরিন ছবিটি ছেড়ে দিয়েছেন। এই নিয়ে সালিশও হয়েছে প্রযোজক পরিবেশক সমিতিতে। সালিশীর সময়ে সমিতির কেউ কেউ তার সঙ্গে শিল্পীসুলভ আচরণ করেননি বলে তিনি সেই সময়েই অভিযোগ করেছেন। তখন থেকেই অরিন চলচ্চিত্রের প্রতি অনেকটাই অনীহ হয়ে পড়েছেন। তিনি অভিযোগ হলো, কলকাতায় একজন শিল্পীকে যেভাবে সম্মানের চোখে দেখা হয় তার সঙ্গে তুলনা না করেই অন্তত দেশের শিল্প থেকে সদয় আচরণ পেতে পারতেন। সম্প্রতি তিনি বলেছেন, এখন তিনি অপেক্ষা করছেন ভালো কাজের আশায়।

ছবি হলেই কাজ করবেন না। পরিবার থেকে চাপ আছে বিয়ের জন্য। তিনি বলেন, ‘কাজ হয়তো তেমন একটা করব না। হয়তো চাকরী করব। আমার শিক্ষাগত যোগ্যতা আছে। যে কোনো বহুজাতিক কোম্পানিতে চাকরী একটা জুটিয়ে নিতে পারব।’ এর মানে সংসার জীবনে প্রবেশ করার মানসিক প্রস্তুতি তৈরি হয়ে গেছে তার মধ্যে। নায়িকা অঞ্জলিও একই চিন্তা-ভাবনা করছেন। তিনি দীর্ঘদিন থেকেই গ্লামার জগত থেকে বিচ্ছিন্ন রয়েছেন।

অঞ্জলি মূলত এটিএন বাংলার ছবিগুলোই করেছেন। সেখান থেকে বাইরে ছবি করেছেন দু’একটি মাত্র। একবার ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠানেও তার কাজ করার কথা ছিল। সেটা শেষ পর্যন্ত হয়নি। পরে তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িয়ে যান। কোভিড মহামারীর বন্ধের সময় তিনি অনলাইন ব্যবসাও করেন। তিনিও জানান, বিয়ের বিষয়ে কথাবার্তা চলছে। সংসার জীবনে প্রবেশ করবেন। সেজন্য সতর্কভাবে পা ফেলতে হচ্ছে তাকে। সংশ্লিষ্টরা মনে করেন, পারিবারিক আবহ থেকে তাদের সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়