শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৩ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনের অভিযান

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ডেমশা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এই সময় ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

[৩] পরিবেশ অধিদপ্তরসহ কোনো ধরনের লাইসেন্স বা অনুমোদন বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে চিমনীসহ ইটভাটাগুলো গুড়িয়ে দিয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করা হয়। অবৈধ ইটভাটাগুলো হচ্ছে-থ্রি স্টার ব্রিকস, ফোর স্টার ব্রিকস ও ফোর বি.এম ব্রিকস।

[৪] মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এই সময় পরিবেশ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

[৫] চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় অসাধু ব্যবসায়ী মহল দীর্ঘদিন ধরে বেশ কিছু ইটভাটা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের কাছে ইটভাটা ব্যবসা পরিচালনা করার কোন ধরণের ছাড়পত্র নেই। এসব অবৈধ ইটভাটা প্রতিনিয়ত পরিবেশ ধ্বংস করে চলেছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে মঙ্গলবার ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতকানিয়া উপজেলা ঢেমশা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থ্রি স্টার ব্রিকস, ফোর স্টার ব্রিকস ও ফোর বি.এম ব্রিকস নামে ৩টি অবৈধ ইটভাটা চিমনীসহ গুড়িয়ে দিয়ে এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানে কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়