শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লু অর্জুনের ৭ কোটির ভ্যানিটি ভ্যান দুর্ঘটনার কবলে

বিনোদন ডেস্ক : ২০১৯ সালে প্রায় ৭ কোটি টাকা ব্যয় করে শুটিংয়ে ব্যবহারের জন্য ভ্যানিটি ভ্যান কিনেছেন তেলেগু সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি ফ্যালকন নামের তার এই বিলাসবহুল ভ্যানিটি ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অন্ধ্র প্রদেশের রামপাচোদাবারাম স্থান থেকে ‘পুষ্পা' সিনেমার শুটিং শেষে মেকআপ টিম নিয়ে ভ্যানিটি ভ্যানটি ফিরছিল। হঠাৎ ড্রাইভার ব্রেক করলে পেছন থেকে অন্য আরেকটি গাড়ি এসে ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

তবে আল্লু অর্জুন তখন ভ্যানিটি ভ্যানটিতে ছিলেন না। এই ঘটনায় হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি। এছাড়া স্থানীয় একটি থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিনয়শিল্পীদের শুটিংয়ে মেকআপ ও বিশ্রামের কাজে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি বিলাসবহুল এসি বাসকে ভ্যানিটি ভ্যান বলে। এই বাসে বেডরুম, বাথরুম, হোম থিয়েটার, মিনি জিমনেসিয়াম, ড্রয়িং রুম, কিচেনসহ বিবিধ সুযোগসুবিধা থাকে। তবে যে তারকার যেমন ইচ্ছা, তিনি তেমন করেই সাজিয়ে নেন তার ভ্যানিটি ভ্যানটি। এককথায়, পাঁচ তারকা হোটেলের চেয়ে খুব একটা কম নয় এই বিলাসবহুল গাড়ি।

আল্লু অর্জুনকে ‘পুষ্পা’ সিনেমাটি চলতি বছর আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মানদানা। পরিচালনায় রয়েছেন সুকুমার-যিনি আল্লু অর্জুনকে নিয়ে ‘আরিয়া’ ও ‘আরিয়া ২’ নির্মাণ করেছেন। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়