শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪১ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৪র্থ দিনে টিকা নিলেন ১হাজার ৪৯৭ জন

নিজস্ব প্রতিবেদক: [২] শাহীন খন্দকার ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ৮টি বুথে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার ১ হাজার ৪ শত ৯৭ জন টিকা নিয়েছেন। এছাড়া সোমবার টিকা নিয়েছেন ৮ শত ৯৮ জন। এর আগে গত ২৮ জানুয়ারী প্রথম দিনে ১৯৯ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছিলেন।
সব মিলিয়ে এই সেন্টারে ৩ হাজার ১ শত ৫৪ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা নিয়েছেন।

[৪] উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া টিকা নেয়ার মধ্য দিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ সূচনা হয়।

[৫] এদিকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা মিটিংয়ে সকল অনুষদের ডীন, কোভিড-১৯ টাস্কফোর্স ও কোর গ্রুপের সদস্যবৃন্দের সাথে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখাসহ নন কোভিড রোগীদেরও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।

[৬] এ সময় উপাচার্য ফ্রন্টলাইন যোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলকে কোভিড ১৯ এর ভ্যাকসিন নেয়ারও আহ্বান জানান। গুরুত্বপূর্ণ ওই সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ ও বক্ষব্যধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান প্রমুখ বক্তৃতা করেন। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়