শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৮ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি: [২] পাবনা জেলার সাঁথিয়ায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পৃথক পৃথক অভিযাবেন ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছেন।

[৩] সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোপন সাংবাদের ভিত্তিতে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন সাটিয়াকোলা গ্রামস্থ নজর আলীর বাড়ির উত্তর পার্শ্বে বরাটগামী পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

[৪] গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ১। মো. সুমন মিয়া (৪০), পিতা-ওসমান গণি মিয়া, সাং-সাটিয়াকোলা, ২। মো. সাদাত হোসেন চৌধুরী (২৫), পিতা- মৃত আঃ মান্নান চৌধুরী, সাং-সোনাকুড়া বরাট (চৌধুরীপাড়া), উভয় থানা-সাঁথিয়া, জেলা- পাবনা।

[৫] এসময় মোটরসাইকেল আরোহীকে তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও নগদ ১ হাজার টাকা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

[৬] অপর দিকে পাবনা জেলার আমিনপুর থানাধীন সিন্ধুরী গ্রামস্থ জনৈক সেলিম খলিফার বাড়ির পশ্চিমে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশী করে ৫২ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ১টি বার্মিজ চাকু জব্দ করা হয়।

[৭] গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- মো. পাভেজ মিয়া (৩৪), পিতা-আসলাম মিয়া, সাং-বিশ্বনাথপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনা।

[৮] অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

[৯] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়