রায়হান আলী: [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর সদস্য ৩ ছিনতাইকে মোটরসাইকেলসহ আটক করেছে মডেল থানা পুলিশ।
[৩] রোববার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে চালা গ্রামের মেহেদী হাসান নামে এক যুবকের মোবাইল ছিনতাই করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা (৯৯৯) এ কল দিলে পুলিশ বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চালা বাজার এলাকায় কিশোর গ্যাং এর সদস্য ৩ ছিনতাইকারীকে আটক করে।
[৪] আটককৃতরা হলেন- বেলকুচি আগুরিয়া গ্রামের বাবু সরকারের ছেলে আলিফ সরকার (২০), উল্লাপাড়ার পারমনোহারা গ্রামের আনোয়ারের ছেলে এ এম জুলকার নাঈম (১৯), বগুড়া সদরের আব্দুস সামাদের ছেলে সামিউল আল নোমান (১৭)।
[৫] উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং তাদেরকে সোমবার দুপুরে ছিনতাই মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি