মহসীন কবির: [২] সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিসভা ঠৈকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। তিনি বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে, টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যমুনা ও ডিবিসি টিভি
[৩] চল্লিশ বছরের বেশি বয়সী সবাই যেন করোনার ভ্যাকসিন (টিকা) নিতে পারেন, সেজন্য তাদের নিবন্ধন করাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৪] এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৪০ বছরের বেশি বয়সী সব ব্যক্তি এবং টিকা গ্রহণকারী ব্যক্তির পরিবারের অন্য সদস্যরা যাতে কোভিড-১৯ টিকা নিতে পারেন, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।