শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫১ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা না নিয়ে এমপির ফটোসেশন

ডেস্ক রিপোর্ট:  সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ করোনাভাইরাসের টিকা নেওয়ার ভান করে ছবি তুলে আলোচনার জন্ম দিয়েছেন।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এমন ফটোসেশন করেন এমপি। ফটোসেশনের ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ছবিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স এমপি শিউলি আজাদকে টিকা দিচ্ছেন, এমন ভান করে আছেন তিনি। কিন্তু আসলে তিনি টিকা নেননি। ছবিটিতে এমপি ও নার্স ছাড়াও আরও অন্তত ১০ জনকে দেখা যাচ্ছে। এদের মধ্যে আছেন সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।

খোঁজ নিয়ে জানা যায়, এমপি শিউলি আজাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে জাতীয় সংসদ ভবনে নিবন্ধন করেছেন। তিনি আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

এমপির ফটোসেশনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ বলেন,  ‘আমি যেখানে টিকা গ্রহণের ছবি তুলেছি, সেখানে তো কোনো ব্যানার ছিল না। আমি আন-অফিশিয়ালি এটা করেছি।’

টিকা নিতে ভয় পাওয়া একজন নারীকে অভয় দিতে গিয়ে তিনি এমনটি করেছেন বলেও দাবি করেন। একজনকে সাহস দিতে গিয়েও যদি এমন বিতর্কের সৃষ্টি করা হয়, তাহলে আমরা কীভাবে কাজ করব, প্রশ্ন রাখেন এই এমপি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এই উপজেলায় এ পর্যন্ত ৪৬০ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। আজ দুপুরে প্রথম টিকা নেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। প্রথম দিন টিকা নিয়েছেন ৬৩ জন। -দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়