শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার দিনের সফরে সোমবার আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ

কূটনৈতিক প্রতিবেদক: [২] রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

[৩] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

[৪] দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি, দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সমঝোতা, জাহাজ চলাচল, মৎস্য, জনশক্তি রপ্তানি ও বাণিজ্য সহযোগিতা বিষয়ে হতে পারে সমঝোতা স্মারক সই।

[৫] পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চার বছর আগে মালদ্বীপকে বালু ও পলিমাটি নেয়ার এ প্রস্তাব বাংলাদেশই প্রথম দিয়েছিলো।

[৬] মালদ্বীপের সাগর থেকে আহরিত বালু দিয়ে নির্মাণ কাজ বা মাটি ভরাটের কাজ করা যায়না বলে দেশটিকে ভারত থেকে পলিমাটি ও বালু আমদানি করতে হয়। দ্বীপের ব্যাপক উন্নয়ন, দ্বীপ তৈরি ও কৃষির জন্য মালদ্বীপ পলিমাটি ব্যবহার করে।

[৭] তাই দেশটির পলিমাটি যেমন দরকার, তেমনি অবকাঠামো নির্মাণের জন্য তাদের দরকার প্রচুর বালু। বাংলাদেশের সিলেটসহ কয়েকটি এলাকার বালুর মান উন্নত বলে এগুলো নিয়ে তাদের আগ্রহ আছে।

[৮] গত বছরের ২ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ টেলিফোনে পলিমাটি নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সে সময় উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ওপর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বারোপ করেন।

[৯] পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশ থেকে মালদ্বীপ পিপিইসহ করোনা চিকিৎসাসামগ্রী আমদানি করতে পারবে বলে জানান।

[১০] আন্তর্জাতিক ফোরামেও উভয় দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সে সময় বিস্তর আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়