কূটনৈতিক প্রতিবেদক: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অনেক কঠিন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা কাজ করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের এ নারীরা পথিকৃৎ।
[৩] রোববার ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজ্যুলেশন ১৩২৫ এর ২০ বছর উদযাপন: নারী, শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক ওয়েবিনারের মোমেন বলেন, বর্তমানে ১৩৯ জন নারী সামরিক কর্মকর্তা ও ১৮৩ জন নারী পুলিশ কর্মকর্তা শান্তিরক্ষা মিশনে রয়েছেন।
[৪] জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল কর্মকর্তা হিসেবেও বাংলাদেশের নারীরা নিয়োজিত।
[৫] বর্তমানে দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ মিশন (ইউএনএমআইএসএস) ও ইউএনএসওএম’য়ে ৪ জন নারী বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।
[৬] শান্তিরক্ষা মিশনে শুধু গ্রাউন্ড লেভেলে নারীদের অংশগ্রহণেই যথেষ্ট নয়, নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
[৭] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সদিচ্ছায় বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে।