নূর মোহাম্মদ: [২] ১৯৯৮ সালে পিরোজপুরের ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের বাদল সরদার হত্যা মামলায় বিচারিক আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। হাইকোর্ট ডেথ রেফারেন্স খারিজ এবং আসামিদের আপিল গ্রহণ করে রোববার রায় দেন।
[৩] আসামি পক্ষের আইনজীবী ফজলুল হক খান ফরিদ বলেন, ঘটনার সময় এ মামলায় এক আসামি কারাগারে ছিলেন। কিন্তু একজন সাক্ষী জেলে থাকা আসামির বিরুদ্ধেও সাক্ষ্য দিয়েছেন। এতে বুঝা যায় সাক্ষী বিশ্বাসযোগ্য ছিলো না। এ রকম কয়েকটি বিষয় বিবেচনায় সব আসামি খালাস পেয়েছেন।