সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ র্যাবের অভিযানে কাওছার হোসেন (২০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।
[৩] রোববার (৭ ফেব্রুয়ারী) সকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
[৪] গ্রেপ্তার কাওছার হোসেন পাবনা জেলার বেড়া থানার সানিলা দক্ষিনপাড়া গ্রামের মৃত হাসমত মুসুল্লীর ছেলে।
[৫] প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া অফিসার জানান, পাবনার সাঁথিয়া থানার করমজা চতুর বাজার কাঠ পট্টি বিশ্বাস প্লাজার সামনে (৬ ফেব্রুয়ারী) রাতে অস্ত্র বিক্রি হচ্ছে এমন সংবাদে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ কাওয়াস নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়।
[৬] এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি