শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেই বার্তাটাই দিয়ে রাখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : [২] একদিন আগেই ৩৬তম জন্মদিন পালন করেছেন। অঙ্গীকার করেছেন, কথা দিতে পারি, যত দিন খেলব, শতভাগের কম আমার কাছ থেকে পাবেন না। ক্রিশ্চিয়ানো রোনালদো এবার মাঠেও যেন সেই বার্তাটাই দিয়ে রাখলেন।

[৩] চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে ২৩তম গোল আদায় করলেন রোনালদো। সুবাদে রোমাকে হারিয়ে সিরি আ’র পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার ঘরের মাঠে রোমাকে ২-০ ব্যবধানে হারায় জুভেন্তাস। প্রথমার্ধের ১৩ মিনিটে দলকে লিড এনে দিয়েছিলেন সিআরসেভেন। সেই গোলেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরিনের দলটি।

[৪] দ্বিতীয়ার্ধে খেই হারালেও ঠিকই প্রত্যাশিত জয় আদায় করে আন্দ্রেয়া পিরলোর দল। ম্যাচের ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি তারা পায় আত্মঘাতী থেকে।

[৫] সব প্রতিযোগিতা মিলে টানা ৬ ম্যাচ জিতল জুভেন্টাস। লিগে ২০ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। এক ম্যাচ বেশি খেলা রোমা ৪০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে। আর ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এসি মিলান। এক ম্যাচ বেশি খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্তার মিলান।

[৬] লিগে ১৭ ম্যাচে ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রোনালদো। তিন ম্যাচ বেশি খেলে ১৪ গোল করে দ্বিতীয় স্থানে আছে ইন্তার মিলানের রোমেলু লুকাকু। - গোল ডটকম/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়