মোস্তাফিজুর রহমান: রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মো. রাশেদ (২৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে রংমিস্ত্রি ছিলেন। শনিবার (৬ফেব্রুয়ারি)রাতে এ ঘটনাটি ঘটে।
মৃতের স্ত্রীর ভাই, জলিল জানান, একই সঙ্গে আমি, রাশেদ ও দুইজন সহকর্মী রঙের কাজ শেষে করে সন্ধ্যার পরে
তেজগাঁও এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলাম, পথে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রাশেদ গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে, সেখান থেকে রাত পৌনে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের,পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নাজি আহম্মেদের ছেলে।
বর্তমানে গাজীপুরে পরিবারের সাথে থাকতেন। দুই ছেলে,সন্তানের জনক ছিলেন তিনি ছিলেন তিনি।