শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুমিনুল-লিটনে বড় লিডের পথে বাংলাদেশ

রাহুল রাজ : [২] চতুর্থ দিন প্রথম সেশনের খেলা শেষে লাঞ্চ বিরতিতে গিয়েছে দুই দল। মুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ লিড দিয়েছে ৩২০ রানের। বাংলাদেশের লক্ষ্য সাড়ে তিনশ রানের লিড দেওয়া। মুমিনুল হক সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে আছেন। গত বছর ফেব্রুয়ারিতেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন টেস্ট অধিনায়ক।

[৩] চতুর্থদিন সকালে মুশফিক-মুমিনুল চেষ্টা করেন সময়টা পার করার। কিন্তু রাকিম কর্নওয়াল আঘাত হানেন। এলবিডবিøউর ফাঁদে ফেলেন সাবেক অধিনায়ককে। ১৮ রান করে ফেরের তিনি।

[৪] তবে মুশফিক ফিরলেও দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়েছেন অধিনায়ক মমিনুল হক৷ লিটন দাসকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক।

[৫] তৃতীয় দিন ১৭১ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ফিরে যান তামিম ইকবাল। মাত্র চারটি বল খেলতে পারেন তিনি। তাকেও এলবিডবিøউর ফাঁদে ফেলেন রাকিম কর্নওয়াল। রাকিমের ওই ওভারেই পথ ধরেন শান্ত।

[৬] ২ বল খেলে কোনো রান না করেই ক্যাচ দেন বø্যাকউডের হাতে। পরে ১৫তম ওভারে সাদমান ইসলামকে ফেরান গ্যাব্রিয়েল। ৪২ বল খেলে ৫ রান করতে পারেন তিনি।

[৭] ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করতে পারে ২৫৯। ২৩ বলের এক ঝড়ে তাদের গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজরা। মিরাজ প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকানোর পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেন।
[৮] সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ৪৯ ওভারে ১৪৯/৪ (লিটন দাস ৩৮*, মুমিনুল ৮৩*)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়