রাশিদুল ইসলাম : [২] প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তাকে কোন ধরনের গোয়েন্দা প্রতিবেদন দেয়াও ঠিক হবে না। স্পুটনিক
[৩] সিবিএস নিউজকে বাইডেন বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট। সিনেটর হলে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতেন কি না- এমন প্রশ্নে সিনেটরদের বিচক্ষণ হিসেবে আখ্যা দিয়ে বাইডেন বললেন, সিনেটরদের ওপর বরাবরই আস্থা রয়েছে তার।
[৪] যুক্তরাষ্টের সাবেক প্রেসিডেন্টদের দেশটির গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে জানার অধিকার রয়েছে। ট্রাম্প আবেদন করলে তাকে এই অধিকার দেয়া হবে কি না জানতে চাইলে ক্যাপিটল হিলের ঘটনায় ট্রাম্পের অসঙ্গতিপূর্ণ আচরণের কথা মনে করিয়ে দিয়ে ফের ওই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করেন বাইডেন।
[৫] ট্রাম্প যদি অন্যান্য সাবেক প্রেসিডেন্টের মত মার্কিন গোয়েন্দা প্রতিবেদন দেখতে পান তাহলে কি ক্ষতি সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন ট্রাম্পের অনৈতিক আচরণ অস্তিত্বের জন্যে হুমকি এবং তা এখনো বিপজ্জনক।
[৬] বাইডেন বলেন বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাইনা। আমি কেবল মনে করি তার গোয়েন্দা ব্রিফিংয়ের প্রয়োজন নেই। ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিলে তাতে কোনো ইতিবাচক প্রভাব আসবে না বরং তিনি এর অপব্যবহার করতে পারেন।
Pres. Biden sits down with @NorahODonnell for his first network interview since taking office.
Hear more from the president about his plans for tackling the coronavirus pandemic ahead of the Super Bowl, only on @CBS. pic.twitter.com/zg2rQhUeQo
— CBS Evening News (@CBSEveningNews) February 5, 2021