শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে মার্কিন সেনা মোতায়েন পর্যালোচনা করছে পেন্টাগন

রাশিদুল ইসলাম : [২] কোন দেশে মোতায়েনকৃত মার্কিন সেনা থাকবে নাকি প্রত্যাহার করে নেয়া হবে, কোনো মার্কিন ঘাঁটিতে সেনা সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা হবে তা পর্যালোচনা করছে পেন্টাগন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলেই ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর নতুন বাইডেন প্রশাসন চাচ্ছে যুদ্ধ আর না করতে। স্পুটনিক

[৩] এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত বৃহস্পতিবার পেন্টাগনকে বিভিন্ন দেশে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন।

[৪] এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন মার্কিন সেনা সংখ্যা, তাদের অবস্থান ও কৌশল এবং এসব মিশনের বৈশি^ক শক্তি সামর্থ বিবেচনা করে দেখা হবে। বিষয়টি নিয়ে মার্কিন মিত্র দেশগুলোর সঙ্গে কথা বলা হবে।

[৫] বাইডেন প্রশাসন মনে করছে ইরাক বা আফগানিস্তানে মার্কিন সেনা পাঠানো রাজনৈতিকভাবে বিপজ্জনক। খুবই হাতে গোনা মার্কিন সেনা এদুটি দেশে রাখা হবে সন্ত্রাস দমন বা দেশদুটির সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে।

[৬] অস্টিন আরো বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ক্রমশ চীন ও রাশিয়ার পক্ষ থেকে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এমনকি জার্মানি থেকে উল্লেখযোগ্য হারে মার্কিন সেনা প্রত্যাহারের চিন্তাও করা হচ্ছে।

[৭] ন্যাটোর বিধি অনুযায়ী বার্লিন তার প্রতিরক্ষা বাজেটের দুই শতাংশ খরচ করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে জার্মানির দূরত্ব সৃষ্টি হয়। ২০১৬ সালে প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানিকে তার প্রতিরক্ষা বাজেট বরাদ্দ বৃদ্ধির চাপও দেন। এ প্রেক্ষিতে জার্মানি বলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে তা ন্যাটোর স্বার্থ বিঘ্ন করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়