শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে মার্কিন সেনা মোতায়েন পর্যালোচনা করছে পেন্টাগন

রাশিদুল ইসলাম : [২] কোন দেশে মোতায়েনকৃত মার্কিন সেনা থাকবে নাকি প্রত্যাহার করে নেয়া হবে, কোনো মার্কিন ঘাঁটিতে সেনা সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা হবে তা পর্যালোচনা করছে পেন্টাগন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলেই ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর নতুন বাইডেন প্রশাসন চাচ্ছে যুদ্ধ আর না করতে। স্পুটনিক

[৩] এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত বৃহস্পতিবার পেন্টাগনকে বিভিন্ন দেশে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন।

[৪] এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন মার্কিন সেনা সংখ্যা, তাদের অবস্থান ও কৌশল এবং এসব মিশনের বৈশি^ক শক্তি সামর্থ বিবেচনা করে দেখা হবে। বিষয়টি নিয়ে মার্কিন মিত্র দেশগুলোর সঙ্গে কথা বলা হবে।

[৫] বাইডেন প্রশাসন মনে করছে ইরাক বা আফগানিস্তানে মার্কিন সেনা পাঠানো রাজনৈতিকভাবে বিপজ্জনক। খুবই হাতে গোনা মার্কিন সেনা এদুটি দেশে রাখা হবে সন্ত্রাস দমন বা দেশদুটির সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে।

[৬] অস্টিন আরো বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ক্রমশ চীন ও রাশিয়ার পক্ষ থেকে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এমনকি জার্মানি থেকে উল্লেখযোগ্য হারে মার্কিন সেনা প্রত্যাহারের চিন্তাও করা হচ্ছে।

[৭] ন্যাটোর বিধি অনুযায়ী বার্লিন তার প্রতিরক্ষা বাজেটের দুই শতাংশ খরচ করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে জার্মানির দূরত্ব সৃষ্টি হয়। ২০১৬ সালে প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানিকে তার প্রতিরক্ষা বাজেট বরাদ্দ বৃদ্ধির চাপও দেন। এ প্রেক্ষিতে জার্মানি বলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিলে তা ন্যাটোর স্বার্থ বিঘ্ন করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়