কূটনৈতিক প্রতিবেদক: [২] বাংলাদেশি এক যাত্রীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পুলিশের বিরুদ্ধে।
[৩] শুক্রবার ফ্রি মালয়েশিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বাংলাদেশি যাত্রীর কাছ থেকে পুলিশের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে সেলাঙ্গর পুলিশ।
[৪] ভিডিওতে দেখা যায় এক ট্যাক্সিচালক তামিল ভাষায় পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেন। তবে পরিচয় প্রকাশ করেন নি ওই ট্যাক্সি চালক।
[৫] ট্যাক্সি চালক বলেন, বাংলাদেশি এক যাত্রীর কাছ থেকে ঘুষ নিয়েছে পুলিশ। ওই যাত্রী মালয়েশিয়ায় কয়েক মাস বেকার থাকার পরে দেশে ফিরে যেতে বিমানবন্দরে এসেছিলেন।