শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজান পৌর নির্বাচনে বিনা ভোটে বিজয়ী হতে যাচ্ছেন যারা

শাহাদাত হোসেন: [২] রাউজান পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যাচাই বাছাই শেষে ৬ নম্বর ওয়ার্ডের দুই সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

[৩] এছাড়া এক মেয়র পদেসহ ১২জন কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। জানা যায়, ২ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় মেয়র পদে আ.লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন।

[৪] এই পৌরসভায় তিনিই একমাত্র মেয়র প্রার্থী। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার পথে তিনিই।

[৫] পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর পদে ১২জন প্রার্থীকে দলের মনোনয়ন দেন।

[৬] এরমধ্যে ১১জন সাবেক কাউন্সিলর ও নতুন একজন। নিদিষ্ট সময়ে তারা মনোনয়নপত্র জমা করেছিল রিটার্নিং অফিসারের কার্যালয়ে।তবে ৬নং ওয়ার্ডে দুইজন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা করলেও যাচাই-বাছাইয়ে বিকাশ দাশগুপ্ত নামের এক প্রার্থীর মনোনয়ন অবৈধ ও অন্য প্রার্থী এডভোকেট সমীর দাশগুপ্ত'র মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

[৭] ফলে পৌরসভার মেয়র প্রার্থী জমির উদ্দীন পারভেজসহ সাধারণ ৯টি ওয়ার্ডের ৯জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত মহিলা আসনে তিনজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

[৮] বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর হচ্ছেন যারা- ১ নং ওয়ার্ডে আলমগীর আলী, ২ নং ওয়ার্ডে বশির উদ্দিন খান, ৩ নং ওয়ার্ডে কাজী ইকবাল, ৪ নং ওয়ার্ডে শওকত হাসান, ৫ নং ওয়ার্ডে জানে আলম জনি, ৬ নং ওয়ার্ডে অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, ৭ নং ওয়ার্ডে আজাদ হোসেন, ৮ নং ওয়ার্ডে অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী, ৯ নং ওয়ার্ডে জসিম উদ্দিন। ১, ২, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে নাছিমা আকতার, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে জেবুন্নেসা এবং ৭, ৮, ৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি।

[৯] রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, মেয়র পদে একজন ছাড়া কেউ মনোনয়ন জমা দেননি। তবে পৌর ৯টি ওয়ার্ডের মধ্যে ৬ নং ওয়ার্ডে দুইজন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ে বিকাশ দাশ গুপ্ত নামে এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বিকাশ দাশ উপস্থিত না হওয়া ও তার প্রস্তাবকারী ও সমর্থনকারী দুজনেই তার পক্ষ থেকে প্রস্তাব ও সর্মথন প্রত্যাহার করে নেওয়ায় এই মনোনয়ন পত্র বাতিল হয়।

[১০] আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও জানান রিটার্নিং অফিসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়