শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের কাছে আল জাজিরার প্রতিবেদনের ব্যাখ্যা চাইলেন আ স ম আবদুর রব

সমীরণ রায়: [২] জে এস ডি সভাপতি আরও বলেন, আল জাজিরার বাংলাদেশ সম্পর্কিত অনুসন্ধানী প্রতিবেদনে বিশ্বের সামনে রাষ্ট্রের মর্যাদা দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রতিবেদনটি একেবারে অস্বীকার বা প্রত্যাখ্যান করার সরকারি প্রতিক্রিয়ায় বিভিন্ন মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। দীর্ঘ এই প্রতিবেদনে অনেক বিষয়ের উল্লেখ রয়েছে। রাষ্ট্রের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য প্রতিবেদনের প্রতিটি বিষয়ে সরকারকে যৌক্তিক ব্যাখ্যাসহ সুস্পষ্টভাবে খণ্ডন করে দেশবাসীকে অবহিত করতে হবে। সরকারের উচিত হবে কোন কোন বিষয় মিথ্যা ও বিভ্রান্তিকর তা সুস্পষ্ট করা।

[৩] তিনি বলেন, প্রাণের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সংহতি বিপন্ন হতে পারে এ ধরনের সব কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রকে বিপদগ্রস্ত ও নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারি না। রাষ্ট্রের মর্যাদা পুনরুদ্ধারে জাতিকে ঐক্যবদ্ধ করা মৌলিক রাজনৈতিক হিসেবে দাঁড়িয়েছে।

[৪] রব বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য হচ্ছে প্রজাতন্ত্রের আইনের নিশ্চয়তা বিধান ও সংবিধান সম্মত নির্দেশনার ভিত্তিতে রাষ্ট্রকে সুরক্ষা দেওয়া। সামরিক বাহিনী জাতীয়তাবাদ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী। তাদের সততা, দক্ষতা ও সুনাম রাষ্ট্রের সুরক্ষার জন্য জাতীয় স্বার্থেই আবশ্যক। সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সংবিধানের বিধান অনুসারে এসব প্রতিষ্ঠানের দ্বায়িত্ব ও কর্তব্য নৈতিকভাবে পালন করতে হবে। তা না হলে স্বাধীনতা-সার্বভৌমত্বকে চরম ঝুঁকিতে নিয়ে যাবে।

[৫] বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়