চট্টগ্রাম প্রতিনিধি: [২] সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলররা শপথ নেবেন আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)।
[৩] ঢাকার ওসমানী মিলনায়তনে বেলা ১১টার দিকে এ শপথ অনুষ্ঠান হবে।
[৪] নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী জানান, চসিকের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আগামী ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে কাউন্সিলরদের স্থানীয় সরকার মন্ত্রী শপথ পাঠ করাবেন।
[৫] এর আগে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। তিনি ৩ লাখ ৬৯ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। নির্বাচন ভোট পড়েছে ২২ শতাংশ।