শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেপারফ্লাইয়ের ৮৬ লাখ ৫১ হাজার টাকার ভ্যাট ফাঁকি

সুজন কৈরী: অনলাইন কুরিয়ার প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। ভ্যাট ফাঁকির অভিযোগে বুধবার রাজধানীর বনানীর ১ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়িতে অবস্থিত প্রতিষ্ঠানের হেড অফিসে অভিযানটি চালায় ভ্যাট গোয়েন্দা। অভিযানকালে ভ্যাট ফাঁকির বিপুল অনিয়ম পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ সংস্থার কর্মকর্তারা।

ভ্যাট গোয়েন্দারা বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থার সহকারী পরিচালক মুহম্মাদ মহি উদ্দীনের নেতৃত্ব অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়েছে।

অভিযানকালে প্রাথমিকভাবে দেখা যায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি দিয়ে ৫ কোটি ৭৭ লাখ টাকার উপর প্রযোজ্য ভ্যাট জমা দেয়নি। পেপারফ্লাই রাজধানীর গুলশান সার্কেলে অনলাইন কুরিয়ার সার্ভিস হিসেবে নিবন্ধন গ্রহণ করে। এর ভ্যাট নিবন্ধন ০০০০৫৮৮১৫-০১০১। সারাদেশে পেপারফ্লাইয়ের ৮৭টি ডেলিভারি সেন্টার রয়েছে।

অনলাইন নিবন্ধন অনুযায়ী, পেপারফ্লাই অনলাইন শপিং প্লাটফর্ম দারাজসহ অন্যন্য মাধ্যম থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে সরবরাহ করে। এই ডেলিভারি চার্জের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য।

ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে কর্মকর্তারা আরও দেখতে পেয়েছেন, ওই দুই মাসে সংগৃহীত ভ্যাট পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও তারা সেটি করেনি। ভ্যাট আইনের ধারা ৩৩ অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহের সময়ই এই ভ্যাট পরিশোধ করার বিধান রয়েছে।

অনুসন্ধানে ভ্যাট গোয়েন্দা দেখতে পেয়েছে, গোপনকৃত ৫ কোটি ৭৭ লাখ টাকার উপর ১৫ শতাংশ হারে ৮৬ লাখ ৫১ হাজার টাকা ফাঁকি হয়েছে। যা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এই অনিয়মের কারণে পেপারফ্লাইয়ের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়